কবীর সুমনের গলায় তিনটে লাইন : তৃণমূল ত‍্যাগীদের কড়া সমালোচনা

11th January 2021 9:44 pm কলকাতা
কবীর সুমনের গলায় তিনটে লাইন : তৃণমূল ত‍্যাগীদের কড়া সমালোচনা


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : তৃণমূলপন্থী গায়ক কবীর সুমনের কন্ঠে তিনটি লাইনের গান যা তীব্র আক্রমণ তৃণমূল ত‍্যাগীদের প্রতি । ভোটের বাজারে এসে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের প্রতি তীব্র কটাক্ষ কবীর সুমনের কন্ঠে । রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা " জাগরণে যায় বিভাবরী / আঁখি হতে ঘুম নিল হরি  মরি মরি " এই শব্দ বন্ধের অনুকরণেই গায়কের খালি গলায় প্রতিবাদের স্বর । নিজের ফেসবুক পেজে সেই গান আপলোড ও করেছেন কবীর সুমন । তিনি গেয়েছেন " দল ছাড়িলাম চুরি করি / আবার লইবো পকেট ভরি  হে পকেট ভরি , বিজেপি ধরি " । দীর্ঘদিন ধরেই শারীরিক অসুবিধার কারনে তৃণমূলের কর্মসূচীতে সেভাবে যোগ দিতে পারেন না তিনি । তবে সাম্প্রতিক সময়ে যেভাবে নানা সময় তৃণমূল এর শীর্ষ নেতৃত্বের একাংশ দলবদল করছেন তা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন কবীর সুমন । গানেই তাঁর প্রতিবাদ  , গান ই তাঁর হাতিয়ার । ফেসবুকে আপলোডের পরেই বিভিন্ন মতামত দিয়েছেন গান প্রেমী সহ সাধারন বহু মানুষ । তিনটি লাইনে যেভাবে প্রতিবাদ ব‍্যক্ত করেছেন গায়ক তাতে উৎসাহিত তৃণমূল শিবির । অবশ‍্য গায়ক কবিগুরুর কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাঁর সুর দিয়েই নতুন শব্দ বন্ধের  উচ্চারণ করেছেন । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।